| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব আফগানিস্তানের উপর আরেকটি যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে : মাওলানা উমারি


আফগানিস্তানের উপর আরেকটি যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে : মাওলানা উমারি


শেখ আশরাফুল ইসলাম     28 October, 2025     08:34 PM    


ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মাওলানা মুহাম্মাদ নবী উমারি বলেছেন, আফগানিস্তানের উপর আবারও আরেকটি যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে, তাদের পরিণতি হবে রুশ ও মার্কিন সেনাদের মতো।

মঙ্গলবার (২৮ অক্টোবর) এক সমাবেশে বক্তৃতা করতে গিয়ে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, কিছু বিদেশি শক্তি অন্যদের প্ররোচনায় আফগানিস্তানে নতুন করে সংঘাত সৃষ্টি করতে চায়। তবে ইমারাতে ইসলামিয়া এসব প্রচেষ্টা রুখে দিবে।

তিনি আরও বলেন, ইমারাতে ইসলামিয়া অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বা বৈদেশিক বিষয়ে হস্তক্ষেপ করে না, এবং অন্য দেশগুলোকেও আহ্বান জানান যেন তারা আফগানিস্তানের ব্যাপারে হস্তক্ষেপ না করে।

মাওলানা ওমারি সতর্ক করে বলেন, যদি কেউ আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে, তাদের পরিণতিও রাশিয়া ও আমেরিকার মতো হবে।

তিনি বলেন, ইমারাতে ইসলামিয়া কারো সঙ্গে যুদ্ধ করতে চায় না, কারও সঙ্গে শত্রুতা চায় না; না প্রতিবেশী দেশের সঙ্গে, না অন্য কোনো বিদেশি দেশের সঙ্গে। তবে আবারও আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে, কখনও কারও ইশারায়, কখনও শয়তানি উদ্দেশ্যে। আল্লাহ না করুন, যদি এমনটা আবার ঘটে, আমরা যেমন বিশ বছর আমেরিকানদের বিরুদ্ধে আর চৌদ্দ বছর রুশদের বিরুদ্ধে লড়েছি, তেমনি আবারও আমাদের দেশ ও ধর্ম রক্ষায় লড়াই করব।

সূত্র : পাজওয়াক আফগান নিউজ